ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অফিসার ইনচার্জের নেতৃত্বে অনুমোদনহীন ২১ লাখ টাকার যৌন উত্তেজক হারবাল ওষুধ জব্দ করেছে পুলিশ। এসময় কারখানার মালিক সাইদুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, হারবাল ওষুধ তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেপ্তার সাইদুল ইসলাম একই উপজেলার বালিয়ান ইউনিয়নের ছাইতানতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বুধবার (১৬ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার চক রাধাকানাই গ্রামে অনুমোদনহীন যৌন উত্তেজক হারবাল কারখানায় ওষুধ তৈরির সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিয়ান ইউনিয়নের চক রাধাকানাই গ্রামের একটি দ্বি-তল ভবনের ভাড়া করা নিচ তলা থেকে সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তবে, এসময় তার সঙ্গে থাকা আরও ১/২ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।
অভিযানের সময় সেখানে তৈরি ও মজুত বিপুল পরিমাণ অনুমোদনহীন হারবাল ওষুধ, যৌন উত্তেজক ক্যাপসুল, সিরাপ, হালুয়া, বিভিন্ন ধরনের পাউডার, তেল, মেশিন ও প্যাকেজিং সামগ্রী। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা।
এই বিষয়ে জনাব মো. রুকুনুজ্জামান অফিসার ইনচার্জ (ওসি) ফুলবাড়িয়া থানা, ময়মনসিংহ জানান, আমরা গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। ফুলবাড়িয়া থানা জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আমি সকলকে অনুরোধ করব, যদি কেউ এমন অবৈধ কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দয়া করে থানায় অবহিত করুন। পুলিশের সঙ্গে সহযোগিতা করে চলুন আমরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সমাজ গড়ে তুলি।”