ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের সুশীল সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক আয়োজন — মাদক ও জুয়া বিরোধী কর্মশালা ২০২৫।
এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় স্থানীয় এক খোলা মঞ্চে, যেখানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন এছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, ছাত্র-যুবক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান। তিনি এক প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী বক্তব্যে বলেন,
“মাদক সমাজের মূলে কুঠারাঘাত করে। যুবসমাজ যেন এই ভয়াবহ ছোবল থেকে মুক্ত থাকে, সে জন্য পরিবার, বিদ্যালয় এবং সমাজকে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,
“অভিভাবকদের সচেতনতা ও সন্তানদের প্রতি দায়িত্বশীল মনোভাবই পারে একটি পরিবারকে সুরক্ষা দিতে, একটি সমাজকে গঠনমূলক পথে পরিচালিত করতে।”
পরিবার হলো একটি শিশুর প্রথম পাঠশালা। একজন সচেতন অভিভাবক শুধু নিজের সন্তানের ভবিষ্যৎই গড়েন না, বরং গোটা সমাজকেও আলোর পথে এগিয়ে দেন।
❝ তোমাদের স্বপ্নগুলো যেন নেশার ধোঁয়ায় মিলিয়ে না যায়।
জীবনের আসল রঙ খুঁজে পাও পড়াশোনায়, পরিশ্রমে আর প্রেরণায়। ❞
কারণ, স্বপ্ন তখনই বাস্তব হয়
যখন তার পেছনে থাকে আত্মনিয়ন্ত্রণ, অধ্যবসায় ও সঠিক পথের প্রেরণা।