Wellcome to National Portal
Main Comtent Skiped

পুলিশ জনগণের বন্ধু এবং আস্থার প্রতীক। সে আস্থা থেকে বাংলাদেশ পুলিশ সর্বদা রাষ্ট্রীয় সেবা নিশ্চিতকল্পে সাধারণ মানুষের পাশে প্রতিনিয়তো কাজ করে যাচ্ছে। ভালুকা মডেল থানা পুলিশ জনগণের সেবার ব্রত নিয়ে কাজ করতে দৃঢ়  প্রতিজ্ঞ। সাধারণ নাগরিকের জীবন যাপনের সামাজিক নিরপত্তা নিশ্চিতকল্পে ভরসাস্থল হিসাবে প্রতিনিয়তোই থাকতে চাই। সে কারণে প্রতিনিয়ত আপনাদের সহায়তা কামনা করছি। জনাব মোহাম্মদ রুকনুজ্জামান , অফিসার ইনচার্জ, ফুলবাড়িয়া থানা, ময়মনসিংহ।


শিরোনাম
ফুলবাড়ীয়ায় পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত ৪ আসামি ও অনুমোদনহীন হারবাল ওষুধসহ ১ জন গ্রেপ্তার
বিস্তারিত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রুকনুজ্জামানের দিকনির্দেশনায় এবং দক্ষ পুলিশ ফোর্সের সহযোগিতায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন আসামিকে আটক করেছে।

একই অভিযানে সরকারী অনুমোদন ব্যতীত যৌন উত্তেজক হারবাল জাতীয় ওষুধ মজুত ও বিক্রয়ের দায়ে আরও একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযানে হারবাল জাতীয় বিভিন্ন যৌন উত্তেজক ওষুধও জব্দ করা হয়।

ফুলবাড়ীয়া থানা পুলিশের অভিযানে মোট ৫ (পাঁচ) জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রুকনুজ্জামান জানান, “অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ীয়া থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
04/07/2025
আর্কাইভ তারিখ
30/04/2026