ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রুকনুজ্জামানের দিকনির্দেশনায় এবং দক্ষ পুলিশ ফোর্সের সহযোগিতায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন আসামিকে আটক করেছে।
একই অভিযানে সরকারী অনুমোদন ব্যতীত যৌন উত্তেজক হারবাল জাতীয় ওষুধ মজুত ও বিক্রয়ের দায়ে আরও একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযানে হারবাল জাতীয় বিভিন্ন যৌন উত্তেজক ওষুধও জব্দ করা হয়।
ফুলবাড়ীয়া থানা পুলিশের অভিযানে মোট ৫ (পাঁচ) জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রুকনুজ্জামান জানান, “অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ীয়া থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”